স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
উপজেলা প্রকৌশলীর দপ্তর
উপজেলাঃ লামা, জেলা: বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল নম্বরঃ ০১৭০৮-১৬১২৫৩
ফোন নম্বর ০২-৩৩৩৩০৩৮১৪
ইমেইল নম্বর : ue.lama@lged.gov.bd
যোগাযোগ: লামা পৌর বাস টার্মিনাল থেকে ২০০ মিটার দক্ষিণ দিকে অবস্থিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৩য় তলায়।
লামা বিভিন্ন স্থানের স্থল পথের যোগাযোগ ও দুরত্ব:
লামা সদ র হতে ঢাকা |
--- |
২৯৬ কি.মি. |
লামা সদর হতে চট্টগ্রাম |
--- |
১৩১ কি.মি. |
লামা সদর হতে কক্সবাজার |
--- |
৭৫ |
লামা সদর হতে বান্দরবান জেলা সদর |
--- |
৯৮ |
লামা সদর হতে চকরিয়া (চিরিংগা) |
--- |
২৮ কি.মি. |
লামা সদর হতে লামা মুখ |
--- |
০৫ কি.মি. |
লামা সদর হতে ইয়াংছা |
--- |
১২ কি.মি. |
লামা সদর হতে আলীকদম উপজেলা |
--- |
২২ কি.মি. |
লামা সদর হতে নাইক্ষংছড়ি |
--- |
৬৭ কি.মি. |
লামা সদর হতে ফাইতং ইউনিয়ন |
--- |
৪৩ কি.মি. |
লামা সদর হতে সরই ইউনিয়ন |
--- |
২৩ কি.মি. |
লামা সদর হতে আজিজনগর |
--- |
৩৪ কি.মি. |
লামা হতে উপরোক্ত স্থানসমূহের সাথে সরাসরি গাড়ীর যোগাযোগ বিদ্যামান রয়েছে। বর্তমানে লামা উপজেলা সদরের সাথে সুদীর্ঘ ৯৭.৫৩২ কি.মি. বিভিন্ন অঞ্চলের সাথে পাকা সড়ক সংযোগ রয়েছে। এ সকল সড়ক ভারী যানবাহন চলাচল উপযোগী। উপজেলার একমাত্র বৃহৎ নদী মাতামুহুরী নদী, যা দীর্ঘ ১৮৬ কি.মি. পথে ইঞ্জিন চালিত নৌকায় পার্শববর্তী উপজেলা চকরিয়া ও আলীকদমের সাথে নৌ যোগাযোগ সুবিধা রয়েছে। উপজেলায় বিভিন্ন রুটে দৈনিক প্রায় ১০০ হতে ১২০টি বাস, জীপ, সিএনজি ও ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন যাতায়াত করেন। এ উপজেলায় ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা রয়েছে। ০৩টি ডাকঘর ও একটি টেলিফোন একচেঞ্জ আছে। এ উপজেলা থেকে পৃথিবীর নানা প্রান্তে এখন টেলিযোগাযোগ করা সম্ভভ। এছাড়াও এ উপজেলায় ০৩টি মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক বিদ্যমান রয়েছে। যেমন: টেলিটক, গ্রামীণ ফোন ও রবি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস